মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৩৯ জনকে সাজা

চাঁপাইনবাবগঞ্জ শহরের ও শিবগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন দ্বায়ে ৩৯ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারাগারে প্রেরণ করা হয়।
র‌্যাব জানায় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দল্লাহ আল মুরাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজিবুল ইসলামের যৌথ নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে শনিবার সকালে থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন করার অপরাধে ৩৯ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১ জনকে ৬ মাস, ২জনকে ১ মাস, ২৩জনকে ১৫ দিন, ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং ১০ জনকে ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাস্থল হতে ২শ গ্রাম গাঁজা এবং মাদক সেবনের অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। র‌্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৮

,