এসএসসিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

চাঁপাইনবাবগঞ্জে এবার এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১২০৫ শিক্ষার্থী। এবছর জেলায় মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৪২৮ জন, এরমধ্যে পাশ করেছে ১২ হাজার ৮৩২ জন। পাশের হার শতকরা ৮৩ দশমিক ১৭ ভাগ।
ফলাফল বিশ্লেষনে দেখা যায়, পাশের হার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা। এবছর পরীক্ষায় অংশ নেয়া ৭ হাজার ৯২২ মেয়ের মধ্যে পাশ করেছে ৬ হাজার ৬৮৪ জন, শতকরা পাশের হার ৮৪ দশমিক ৩৭ ভাগ। অন্যদিকে পরীক্ষায় অংশ নেয়া ৭ হাজার ৫০৬ ছেলের মধ্যে পাশ করেছে ৬ হাজার ১৪৮ জন। শতকরা পাশের হার ৮১ দশমিক ৯১ ভাগ।
অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া তথ্য বিশ্লেষনে দেখা যায় এবার হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় জেলার শীর্ষে রয়েছে। এ বিদ্যালয়ের ১৩২ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১৫, ফুঁলকুড়ি ইসলামিক একাডেমী ৩২, নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ে ২৯, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ২৬, চামাগ্রাম হেনা উচ্চ বিদ্যালয়ে ২৪, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২১, কালিনগর উচ্চ বিদ্যালয়ে ১৩, আজাইপুর উচ্চ বিদ্যালয়ে ৬,

কৃষ্ণগোবিন্দপুর বালিকা বিদ্যালয়ে ৬, হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ে ৫, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ৫, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ৪, কামাল উদ্দিন বালিকা বিদ্যালয়ে ৩, কারবালা স্কুল এন্ড কলেজে ২, আলীনগর উচ্চ বিদ্যালয়ে ১, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১, নয়ানশুকা উচ্চ বিদ্যালয়ে ১, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১, শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৯, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে ২৪, হরিনগর উচ্চ বিদ্যালয়ে ২১, রানিহাটি উচ্চ বিদ্যালয়ে ১৮, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ে ১৭, হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ে ১১, বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে ১০, দাদনচক বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪, কানসাট উচ্চ বিদ্যালয়ে ৩, গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩৯, গোমস্তাপুরের রাবেয়া উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯, প্রসাদপুর উচ্চ বিদ্যালয়ে ১১, চৌডালা উচ্চ বিদ্যালয়ে ৭ ও নাচোল এশিয়ান স্কুল এন্ড কলেজে ৪৭, নাচোল খ.ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৫-১৮