বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা
গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের ১ কোটি ৯৩ লক্ষ ৩১ হাজার ৭ শত ৯২ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৭৭ হাজার ৭ শত ৯২ টাকা, সমাপনি জের ১ লক্ষ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকবর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রহনপুর ইউসুফ আলী কলেজের অবঃ প্রাপ্ত উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন। বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, অবসর প্রাপ্ত শিক্ষক সালেহ উদ্দীন আহম্মেদ, বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল হক, অবসর প্রাপ্ত ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল হামিদ, ইউপি সদস্য মোস্তফা কামাল, শুকুরুদ্দীন, মোসা: আলতানুর প্রমুখ। বাজেট পেশ করেন ইউপি সচিব রবিউল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা অলিউল ইসলাম।
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান ইয়াজদানী আলীম আল রাজি জর্জের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান, মোয়াজ্জেম হোসেন ভুটু, আলমগীর রেজা, আহাসানুর কবির, আলফাজ হোসেন হিরোসহ অন্যান্য সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে বাজেট পাঠ করেন ইউপি সচিব আহসান হাবিব।এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা যা গত অর্থ বছর থেকে ২৬ লাখ টাকা বেশী। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৮
এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান ইয়াজদানী আলীম আল রাজি জর্জের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান, মোয়াজ্জেম হোসেন ভুটু, আলমগীর রেজা, আহাসানুর কবির, আলফাজ হোসেন হিরোসহ অন্যান্য সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে বাজেট পাঠ করেন ইউপি সচিব আহসান হাবিব।এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা যা গত অর্থ বছর থেকে ২৬ লাখ টাকা বেশী। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৮