বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে দেখা হবে রংপুরের

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় জয় পেয়েছে রংপুর জেলা একাদশ। মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সোমবার তারা ১-০ গোলের ব্যবধানে নওগাঁ জেলা একাদশকে হারিয়েছে। আগামী ৮ এপ্রিল এই স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে চাঁপাইনবাবগঞ্জ জেলা একাদশ বনাম রংপুর জেলা একাদশ।
বিকাল সাড়ে ৩ টায় মুখোমুখি হওয়া নওগাঁ ও রংপুরের খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ। মাত্র ১ টা গোলেই জয় এনে দেয় রংপুরের ঘরে। রংপুরের হয়ে জয়সুচক গোলটি করে ইসা ফয়সাল।
অন্যান্য দিনের মত খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পৌর মেয়র নজরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তৌফিকুল আলম তোফা, জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া সংস্থার সহ-সভপতি শফিকুল আলম ভোতা, আব্দুল হান্নান প্রমুখ।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুরের ইসা ফয়সাল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৮