শিবগঞ্জে সাড়ে ৪ হাজার কৃষককে বিনামূল্যে দেয়া হল প্রণোদনার বীজ ও সার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উফসী আউস ও নেরিকা আউস প্রণোদনা কর্মসুচির অংশ হিসেবে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সকালে শিবগঞ্জ কৃষি অফিস চত্বরে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি (আম্বিয়া প্রধান) আজিজুর রহমান, শিবগঞ্জ কৃষি অফিসার এস.এম আমিনুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সিনিয়র মৎস্য অফিসার বরুণ কুমার মন্ডলসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৯’শ ৩৫ জন কৃষককে উফসী আউস এবং ৩৫০ জনকে নেরিকা আউসের প্রণোদনার অংশ হিসেবে প্রতিজন কৃষককে ৫ কেজি  করে বীজ, ২০ কেজি করে ইউরিয়া সার, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং চাষীদের সেচ সহায়তা হিসেবে ৫’শ করে টাকা ও আগাছা দমনের জন্য আরো ৫’শ টাকা করে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৪-১৮

,