এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ❀ জেলায় পরীক্ষার্থী ১৫৮১৫ জন
প্রশ্নফাঁস ঠেকাতে নিয়মের কড়াকড়ির মধ্যে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীা। সোমবার সকাল ১০টায় প্রথম দিনের পরীা শুরু হলেও শিা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যানজটের ঝক্কি সামলে পরীার্থীদের কেন্দ্রে হাজির হয়ে আসনে বসতে হয়েছে সাড়ে ৯টার মধ্যে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীা হচ্ছে।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআর মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকালে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীা হবে।
পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘœ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মাহেরা নাজনীন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৫টি কেন্দ্রে এইচএসসি, ৩টি কেন্দ্রে আলিম এবং ৫টি কেন্দ্রে এইচএসসি (বিএম) ও ১টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসিতে পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ৩৫৩ জন, আলিমএ ১ হাজার ১৭জন এবং এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল)এ ২ হাজার ৪৪৫ জন।
তিনি আরো জানান, এইচএসসিতে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে কৃষ্ণগোবিন্দপুর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ (স্বরুপনগর), মহিপুর কলেজ ও শাহনেয়াতুল্লাহ কলেজের ১ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নবাবগঞ্জ সরকারি কলেজ, বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের ১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী, শাহনেয়াতুল্লাহ কলেজ কেন্দ্রে দিয়াড় কলেজ, দেবীনগনর, আমনুরা হযরত বুলন্দশাহ কলেজ, নামোশংকরবাটী কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ, চকঝগড়ু হাই স্কুল এন্ড কলেজ, টিপু সুলতান কলেজ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ (রাধাকান্তপুর)এর ১ হাজার ৩৪ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে মহারাজপুর এসমা খাতুন চৌধুরী কলেজ, নারায়নপুর আদর্শ কলেজ, আলহাজ্ব আব্দুস সামাদ কলেজ ও কারবালা হাই স্কুল এন্ড কলেজের ২৭২ জন পরীক্ষার্থী রয়েছে।
শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে উজিরপুর আদর্শ কলেজ, পুখুরিয়া মহিলা কলেজ, শিবগঞ্জ ডিগ্রী কলেজ, কানসাট সোলেমান কলেজ, আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাধাকান্তপুর ডিগ্রী কলেজের ১ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শিবগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে শিবগঞ্জ মহিলা কলেজ, আলাবক্স মেমোরিয়াল কলেজ, রানীহাটি কলেজ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ, চককীর্তি হাই স্কুল এন্ড কলেজ ও শাহবাজপুর সোনামসজিদ কলেজের পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৬৭৪ জন। আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে শিবগঞ্জ শাহাপাড়া পারভীন স্মরণী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সৈয়দা শরীফ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, চরতারাপুর হাই স্কুল এন্ড কলেজ, শ্যামপুর হাজী মোস্তাক মিয়া ডিগ্রী কলেজ ও বিনোদপুর কলেজের পরীক্ষার্থী রয়েছে ৯৮০ জন।
নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৫২০ জন পরীক্ষায় অংশ নেবে শহীদ স্মৃতি কলেজ (হাটবাকইল), দোগাছি বরেন্দ্র কলেজ, গোলাবাড়ী আদর্শ কলেজ, নাচোল মহিলা কলেজ, মির্জাপুর কলেজ ও রাজবাড়ী কলেজের পরীক্সার্থীরা। নাচোল মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে নাচোল সরকারি কলেজ, সোনাইচন্ডী কারিগরি কলেজের ৫৫৪ জন। নাচোল মহিলা কলেজ কেন্দ্রে নাচোল সরকারি কলেজ, সোনাইচন্ডী কারিগরি কলেজের ৫৫৪ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ভোলাহাট মহিলা কলেজ, জামবাড়ীয়া কলেজ, ভোলাহাট এর ৩৩৬ জন, ভোলাহাট মহিলা কলেজ কেন্দ্রে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ, ভোলাহাট কলেজ, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের ২৯৪ জন, রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে আলীনগর স্কুল এন্ড কলেজ, রহনপুর পিএম আইডিয়াল কলেজ, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী হাই স্কুল এন্ড কলেজ, রাধানগর বরেন্দ্র কলেজ, পার্বতীপুর এসবি আদর্শ কলেজ ও রহনপুর মহিলা কলেজের ১ হাজার ১৪৬ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে রহনপুর ইউসুফ আলী কলেজের ৭৭৮ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজ কেন্দ্রে গোবরাতলা মহিলা কলেজ, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজের ৩১৬ জন, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ কেন্দ্রে গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজের ১৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৮
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর অধীনে এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার অধীনে এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং ডিআইবিএস-এ বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীা হচ্ছে।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআর মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকালে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীা হবে।
পরীক্ষা সুষ্ঠু, নির্বিঘœ এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মাহেরা নাজনীন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৫টি কেন্দ্রে এইচএসসি, ৩টি কেন্দ্রে আলিম এবং ৫টি কেন্দ্রে এইচএসসি (বিএম) ও ১টি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এইচএসসিতে পরীক্ষার্থী রয়েছে ১২ হাজার ৩৫৩ জন, আলিমএ ১ হাজার ১৭জন এবং এইচএসসি (বিএম) ও এইচএসসি (ভোকেশনাল)এ ২ হাজার ৪৪৫ জন।
তিনি আরো জানান, এইচএসসিতে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে কৃষ্ণগোবিন্দপুর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ (স্বরুপনগর), মহিপুর কলেজ ও শাহনেয়াতুল্লাহ কলেজের ১ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নবাবগঞ্জ সরকারি কলেজ, বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের ১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী, শাহনেয়াতুল্লাহ কলেজ কেন্দ্রে দিয়াড় কলেজ, দেবীনগনর, আমনুরা হযরত বুলন্দশাহ কলেজ, নামোশংকরবাটী কলেজ, নবাবগঞ্জ সিটি কলেজ, চকঝগড়ু হাই স্কুল এন্ড কলেজ, টিপু সুলতান কলেজ, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ (রাধাকান্তপুর)এর ১ হাজার ৩৪ জন পরীক্ষার্থী, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে মহারাজপুর এসমা খাতুন চৌধুরী কলেজ, নারায়নপুর আদর্শ কলেজ, আলহাজ্ব আব্দুস সামাদ কলেজ ও কারবালা হাই স্কুল এন্ড কলেজের ২৭২ জন পরীক্ষার্থী রয়েছে।
শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে উজিরপুর আদর্শ কলেজ, পুখুরিয়া মহিলা কলেজ, শিবগঞ্জ ডিগ্রী কলেজ, কানসাট সোলেমান কলেজ, আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাধাকান্তপুর ডিগ্রী কলেজের ১ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
শিবগঞ্জ ডিগ্রী কলেজ কেন্দ্রে শিবগঞ্জ মহিলা কলেজ, আলাবক্স মেমোরিয়াল কলেজ, রানীহাটি কলেজ, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ডিগ্রী কলেজ, চককীর্তি হাই স্কুল এন্ড কলেজ ও শাহবাজপুর সোনামসজিদ কলেজের পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৬৭৪ জন। আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে শিবগঞ্জ শাহাপাড়া পারভীন স্মরণী কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সৈয়দা শরীফ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, চরতারাপুর হাই স্কুল এন্ড কলেজ, শ্যামপুর হাজী মোস্তাক মিয়া ডিগ্রী কলেজ ও বিনোদপুর কলেজের পরীক্ষার্থী রয়েছে ৯৮০ জন।
নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৫২০ জন পরীক্ষায় অংশ নেবে শহীদ স্মৃতি কলেজ (হাটবাকইল), দোগাছি বরেন্দ্র কলেজ, গোলাবাড়ী আদর্শ কলেজ, নাচোল মহিলা কলেজ, মির্জাপুর কলেজ ও রাজবাড়ী কলেজের পরীক্সার্থীরা। নাচোল মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে নাচোল সরকারি কলেজ, সোনাইচন্ডী কারিগরি কলেজের ৫৫৪ জন। নাচোল মহিলা কলেজ কেন্দ্রে নাচোল সরকারি কলেজ, সোনাইচন্ডী কারিগরি কলেজের ৫৫৪ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ভোলাহাট মহিলা কলেজ, জামবাড়ীয়া কলেজ, ভোলাহাট এর ৩৩৬ জন, ভোলাহাট মহিলা কলেজ কেন্দ্রে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ, ভোলাহাট কলেজ, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের ২৯৪ জন, রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে আলীনগর স্কুল এন্ড কলেজ, রহনপুর পিএম আইডিয়াল কলেজ, বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী হাই স্কুল এন্ড কলেজ, রাধানগর বরেন্দ্র কলেজ, পার্বতীপুর এসবি আদর্শ কলেজ ও রহনপুর মহিলা কলেজের ১ হাজার ১৪৬ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে রহনপুর ইউসুফ আলী কলেজের ৭৭৮ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজ কেন্দ্রে গোবরাতলা মহিলা কলেজ, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজের ৩১৬ জন, চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজ কেন্দ্রে গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজের ১৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৮