শিবগঞ্জ সীমান্তে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের উপর কয়লা এলাকায় থেকে চারটি ওয়ান শুটার গান, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও একটি হিরো মোটর সাইকেল উদ্ধার করেছে বিজিবি।
৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর ৭টার সময় নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে মনাকষা বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মাস্তান মোড় পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় তিন চোরকারবারী দুটি মোটর সাইকেল যোগে বিজিবি টহল দলকে অতিক্রম করে পালিয়ে যাওয়ার সময় তাৎণিক ভাবে টহল দল চোরাকারবারীদের ধাওয়া করে। এক পর্যায়ে শ্যামপুর ইউনিয়নের উপর কয়লার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি ওয়ান শুটার গান, দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও একটি হিরো মোটর সাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় দুই চোরাকারবারীকে পলাতক আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৪-১৮

,