৮দফা দাবিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির মানববন্ধন

প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮দফা দাবিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন সমাবেশে দলিত সম্প্রদায়ের ব্যাপক সংখ্যক নারী পুরুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রম্ভনাথ ঠাকুর, সমিতির উপদেষ্টা শাহজাহান আলী, এ্যাড. সৈয়দ শাহাজামাল, শরিফুল হক, শ্যাম কিশর মহরাজ, সাংগঠনিক সম্পাদক পশুপতি রবিদাস প্রমুখ।

সমাবেশে বক্তারা দরিদ্র জনগোষ্ঠীকে নি¤œশ্রেনীর মানুষ হিসেবে দেখা হয়। তাই জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নসহ ৮দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের  প্রতি আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-১৮