প্রথম বিভাগ ক্রিকেটলীগের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ। মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রিকেট লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মাহমুদুল হাসান। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাস্টার ও শফিকুল আলম ভোতা, ক্রিকেট কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, গ্রামীণ ট্রাভেলস্ এর মালিক মোখলেশুর রহমান, জেলা ক্রিকেট কোচ মশিউর রহমান মিঠু, সদস্য আজমল হোসেন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেছে মিতালী সংঘ বনাম পাইওনিয়ার ক্রিকেট দল। এবারের ক্রিকেট লীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, মিতালী সংঘ, পাইওনিয়ার ক্রিকেট কাব, সবুজ সংঘ, রহনপুর মুক্তমহাদল, কানসাট কাব, আলীনগর কাব, জেলা হ্যান্ডবল একাডেমী, নবাবগঞ্জ ক্রিকেটে কাব, বন্ধন ক্রীড়াঙ্গন ও রংধনু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০৩-১৮
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেছে মিতালী সংঘ বনাম পাইওনিয়ার ক্রিকেট দল। এবারের ক্রিকেট লীগে মোট ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, মিতালী সংঘ, পাইওনিয়ার ক্রিকেট কাব, সবুজ সংঘ, রহনপুর মুক্তমহাদল, কানসাট কাব, আলীনগর কাব, জেলা হ্যান্ডবল একাডেমী, নবাবগঞ্জ ক্রিকেটে কাব, বন্ধন ক্রীড়াঙ্গন ও রংধনু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৩-০৩-১৮