ঋতুরাজ বসন্তের ফুল শিমুল

ঋতুরাজ বসন্তের ফুল শিমুল ।এই বৃক্ষ পত্রমোচি।শীতের শেষেই পাতা ঝরে যায়, আর বসন্তের শুরুতে নিষ্পত্র শাখা জুড়ে ফুল আসে।শিমুল আমাদে অন্যতম প্রিয় ও প্রয়োজনীয় বৃক্ষ। উপকারী হওয়া ছাড়াও শিমুল ফুল সুশ্রী, শোভন, সুন্দর।পুষ্পিত শিমুল যেন প্রকৃতির বহুধা নৈপুণ্যে রচিত একটি বিশাল পুষ্পস্তবক।ফুলভারে অনবত বর্ণোজ্জ্বল শিমুলের শাখার সৌন্দর্য অতুলনীয়।পাখিরা প্রস্ফুটিত শিমুলের সহযোগী।এসময় এদের কলকাকলীতে মুখরিত থাকে শিমুল গাছ। Malvaceae পরিবারের অন্তর্ভূক্ত শিমুলের ইংরেজী নাম Silk Cotton, Red silk-cotton; red cotton tree, বৈজ্ঞানিক নামঃ Bombax ceilba L.
ছবিটি ৭ মার্চ বুধবার ২০১৮ চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কুল-কলেজ রোড থেকে নেয়া। ছবি: রবিউল হাসান ডলার

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৩-১৮