পূর্বশত্রুতার জের ধরে শিবগঞ্জের যুবদল-ছাত্রদল নেতার ছুরিকাঘাত ❀ আহত দু’নেতাই

চাঁঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর এলাকায় পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাতে শিবগঞ্জ উপজেলার যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ ও ছাত্রদল নেতা শিহাবের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে জাহিদ ও শিহাব দু’জনেই আহত হয়েছে। আহত জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) কালুপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে আর শিহাব (২৬) একই গ্রামের দুলু মুন্সির ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, পূর্বশত্রুতার জের ধরে রাত পৌণে ১২টার সময় কালুপুর এলাকার একটি আমবাগানে জাহিদ ও শিহাব মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ ও শিহাব উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, এঘটনায় মঙ্গলবার দুপুরে আহত জাহিদের ভাই রাসেল আলী বাদি হয়ে শিহাবসহ ৬ আসামির নাম উলেখ করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছে। প্রেক্ষিতে শিহাবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে যুবদল ও ছাত্রদলের এই দু’ নেতাই বিএনপি’র কেন্দ্রীয় নেতা সৈয়দ শাহীন শওকতের আস্থাভাজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৩-১৮

,