শিবগঞ্জে ৪টি ওয়ান শুটারগানসহ বাবলাবোনার রাজু আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুড়িপাড়া এলাকা থেকে শিবগঞ্জ পুলিশ চারটি ওয়ান শুটারগানসহ রাজু (২২) নামের একজনকে আটক করেছে। আটক রাজু শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের মহিবুর রহমানের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, অস্ত্র কেনাবেচা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর গ্রামের গুড়ি পাড়া নারী কল্যান সংলগ্ন জনৈক আজিজুল চৌধুরীর লিচু বাগানের উত্তর পাশে অভিযান চালায় শিবগঞ্জ থানার পুলিশ। এসময় ৪টি ওয়ান শুটারগানসহ রাজুকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা শিকার করেছে।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৩-১৮

,