সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্প পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি। রবিবার সকালে প্রকল্প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক আব্দুল হান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, হর্টিকালটার সেনন্টারে উপ-পরিচালক ড. সাইফুরসহ কৃষি বিভাগের উর্ধতন কর্মর্তা উপস্থিত ছিলেন।
পরির্দশনকালে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি বলেছেন, কৃষি খাতের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকারের নানামুখী পদেেপ দেশে খাদ্যশস্য উৎপাদন প্রতিবছর বাড়ছে। গত নয় বছরের ব্যবধানে দেশে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ৩০ দশমিক ৪৮ শতাংশ। আগামীতে কৃষি ক্ষেত্রে আরও উন্নয়ন হবে।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে স্বর্ণপদক পাওয়া মকবুল হোসেন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৩-১৮