শিবগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেছে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহষ্পতিবার সকালে উপজেলার কালুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ও এর আওতায় কালুপুর মাঠে ভেলিডেশন টায়াল প্লট বারি গম ৩০ জাতের মাঠ দিবস হয়। শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস.এম আমিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্পসারণের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদীর এ.টি.আাই’য়ের ভাইস প্রিন্সিপাল মো: সাজদার রহমান। এসময় শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলীসহ প্রায় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। কৃষকেরা বলেন, বারি গম ৩০ জাতটিতে ব্লাস্ট রোগসহ অন্যান্য রোগবালাই ও পোঁকা মাকড় কম ও ফলন বেশি হবে। বারি গম ৩০ জাতটি ভবিষ্যতে ব্যাপকভাবে বিস্তার লাভ করবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৯-০৩-১৮

,