দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল বিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলমগীর হোসেন, দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মতিউর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবির।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দুর্নীতি প্রতিরোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলা উপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
এরআগে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভোলাহাট

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সপ্তাহব্যাপি দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পি.এম. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার। এতে বক্তব্য রাখেন, সততা সংঘের সভাপতি এ্যাড. হাসান আলী মাষ্টার, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ও জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম তারা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, পল্লী বিদ্যুৎ ভোলাহাট জোন জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, সদস্য আলহাজ্ব ইখতিয়ার হোসেন, সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, ইউপি সদস্য কামাল হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৩-১৮