জেলায় জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, রাজশাহী পাট অফিসের কর্মকর্তা আলমগীর হোসেন, রাবেয়া জুট মিলসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রেজাউল করিম, এরফান গ্রুপের ব্যবস্থাপক ষ্টোর মেহেদী হাসান, কৃষক আব্দুল খালেক ।
সভায় বক্তারা পরিবেশ রক্ষায় পাটজাতদ্রব্য ব্যবহারের সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
গোমস্তাপুর 
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, দিবসটি উপলক্ষে গোমস্তাপুরে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সহযোগীতায় গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সহাব রায়হান, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী প্রমুখ।
ভোলাহাট
আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় পাট দিবস উপলক্ষে  র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কৃষি অফিসার তানজিমুল আলম।
এর আগে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৩-১৮

, ,