ভোলাহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে আর্থীক সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ময়ামারি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে মঙ্গলবার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বিকালে ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া ২০টি পরিবারের খোঁজ-খবর নেন। সেই সাথে তিগ্রহস্থ পরিবারগুলোর হাতে ১০ হাজার টাকা আর্থীক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপি সদস্য ও ইউপি মেম্বর আব্দুল বারী, বিএনপি নেতা মোফাজ্জুল হোসেন নীলু ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কায়সার আহমেদসহ অন্যান্যরা।
উল্লেখ গত ৩ মার্চ ময়ামারি গ্রামে অগ্নিকান্ডে ২০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৬-০৩-১৮

,