বরিশালে সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ডিবিসি নিউজের বরিশালের ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর ডিবি পুলিশের নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র সাংবাদিক শামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সিটি প্রেসকাবের সভাপতি সাজেদুল হক, সময় টিভির অনলাইন এডিটর আনোয়ার হোসেন, জাকির হোসেন পিংকু প্রমুখ।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৩-১৮
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সামনে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সিনিয়র সাংবাদিক শামসুল ইসলাম টুকু, আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, সিটি প্রেসকাবের সভাপতি সাজেদুল হক, সময় টিভির অনলাইন এডিটর আনোয়ার হোসেন, জাকির হোসেন পিংকু প্রমুখ।
বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৩-১৮