শুক্রবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট > অংশ নিচ্ছে ৮ জেলা
শুক্রবার থেকে চাঁপাইনবাবগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকাল ৩টায় ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেয়িামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপ মন্ত্রী আরিফ খান জয় এমপি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ক্রীড়া সংস্থায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।টুর্নামেন্টের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, জেলা ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজমল হোসেন।
টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নঁওগা, নাটোর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা দল অংশ নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৩-১৮
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল হান্নান, শফিকুল আলম ভোতা, জেলা ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা তালুকদার রুমি, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আজমল হোসেন।
টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নঁওগা, নাটোর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গা দল অংশ নিচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২২-০৩-১৮