শিবগঞ্জে যানজট নিরসন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যানজট নিরসনের জন্য বৃহষ্পতিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কে মেয়র কারীবুল হক রাজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, কাউন্সিলর সাদিকুল ইসলাম সাদেক, পৌর লাইসেন্স কর্মকর্তা রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা থ্রি-হুইল মাহেন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিরুল ইসলাইম, শিবগঞ্জ উপজেলা থ্রি-হুইল মাহেন্দ্রা চালক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, শিবগঞ্জ থানা অটোরিক্সা মালিক ও চালক সমবায় সমিতির সভাপতি আরিফুল ইসলাম উইল, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, পৌর একতা অটোরিক্সা মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন ও দপ্তর সম্পাদক রানা আহমেদসহ অন্যরা।
বক্তারা শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক ও মোড়ে যানজটের ফলে সৃষ্ট সমস্যগুলির চিত্র তুলে ধরা হয়। সভায় শিবগঞ্জ মনাকষা মোড়ের যানজট নিরসনের জন্য কানসাট অভিমুখি ডাকবাংলো পাশে, দূর্লভপুর অভিমুখি আলু পট্টির বাইরে, শেখটোলা-চাঁপাই অভিমুখি সড়কের লাকির মোড় পার্শ্বে যাত্রী উঠা-নামা করার সিদ্ধান্ত হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৮

,