ভোলাহাটে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গিলাবাড়ি সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মঙ্গলবার সৌজন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টা হতে দুপুর ১২টা পর্যন্ত চলা বৈঠকে বাংলাদেশের পে ১০ সদস্য দলের নেতৃত্ব দেন ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী ও  ভারতের পে ১০ সদস্য দলের নেতৃত্ব দেন ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী ভারতীয় সামান্ত রীবাহিনী ৮২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী অনিল কুমার টিগ্গার কাছে সীমান্ত পিলার ২০১/৫-আর হতে ২০১/৮-আর পর্যন্ত বাংলাদেশ সাইডে পানি উন্নয়ন বোর্ডের মহানন্দা নদীর তীর রা বাঁধ নির্মাণ এবং চরধরমপুর বিওপির বিপরীতে সীমান্ত শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে বিএসএফ কর্তৃক লাইট পোস্ট তৈরির বিষয়ে পয়েন্ট উত্থাপন করেন।
বিএসএফ কমান্ড্যান্ট তীর রা বাঁধ নির্মাণের ব্যাপারে পুরাতন নথিপত্র দেখে ওই স্থান পরিদর্শন শেষে এক সপ্তাহের মধ্যে অবহিত করবেন বলে জানান।
এছাড়াও বৈঠকে সীমান্তে বসবাসরত নিরীহ জনসাধারণের উপর ভবিষ্যতে গুলিবর্ষণ ও নির্যাতন না করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ করা, অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধ করা, নিñিদ্র সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সমন্বিত টহল পরিচালনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সীমান্তে বিরাজমান শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার বিষয়ে উভয় প সম্মত হয়। দু’পই বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির আলোকে উদ্ভুত যে কোন সমস্যা উভয় পরে মধ্যে আলোচনা ও তথ্য আদান প্রদানের মাধ্যমে দ্রুত সমাধানের ল্েয আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে অঙ্গীকার করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০২-১৮

,