শিবগঞ্জে আইনশৃংখলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইনশৃংখলা বিষয়ক কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  বরমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সায়েমা খাতুন, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলামসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্যরা।
সভায় আইনশৃংখলাসহ নাশকতাসৃষ্টিকারী সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ-মাদক, চোরাচালানসহ বাল্যবিয়ে প্রতিরোধ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ৮ ফেব্রুয়ারী খালেদা জিয়ার মামলা রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থা উত্তপ্ত যেন না হয় সেজন্য জনপ্রতিনিধিসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সর্তক থাকার আহবান জানান বক্তারা। এদিকে রায়কে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় ও সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানাগেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৭-০২-১৮

,