ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কাউট ক্যাম্পে অংশ নিচ্ছে রহনপুর পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ

আগামী ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের গাজিপুরের মৌচাকে এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গঙ্গানগরে অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কাউট ক্যাম্পে  রাজশাহী অঞ্চলের প্রতিনিধিত্ব করছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পূণর্ভবা মুক্ত স্কাউট গ্রুপ। রোববার সকালে সংগঠনটির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির সম্পাদক ও কন্টিনজেন্ট লিডার (এলটি) ইয়াহিয়া খান রুবেল এ তথ্য জানান।
তিনি আরও জানান, স্কাউট রাজশাহী অঞ্চলের ১৩ সদস্যের একটি টিম রয়েছেন। সেখানে তিনিসহ নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া ও পাবনার ভাঙ্গুড়া উপজেলা  স্কাউটসের কমিশনার মোফাজ্জল হোসেন ও ১০ জন স্কাউট। আগামী ৬ থেকে ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজিপুরে মৌচাকে এবং ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গঙ্গানগরে অবস্থিত স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পে দু’দেশের ৭’শ জন স্কাউট অংশ গ্রহণ করবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ০৪-০২-১৮

,