চরবাগডাঙ্গায় বাড়ির আঙ্গিনায় গাঁজার বাগান !
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গায় একটি বাড়ির আঙ্গিনায় ছোট গাঁজা বাগানের সন্ধান পাওয়া গেছে। চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি মোন্নাপাড়া গ্রামে লুৎফর রহমান ওরফে ভোটনা’র বসত বাড়ির আঙ্গিনার এককোনে বাঁেশর বেড়া দিয়ে গাঁজা চাষের সন্ধান পায় ডিবি পুলিশ। রেবাবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে আধাকেজি কেজি গাঁজা ও বাগান থেকে ১২টি ৮/৯ ফুট উঁচু গাঁজার গাছ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
অভিযানকালে বাড়ির মালিক ভোটনা পালিয়ে গেলেও তাঁর স্ত্রী আকলিমা বেগম (২৮) আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মাহবুব আলম বলেন, মাদক ব্যবসায়াীর বাড়িতে গাঁজা চাষের খবর জেনে বিকেল ৩টায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা বাগানের সন্ধান পাওয়া যায় ও ঘর তল্লাশী করে অনান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০২-১৮
অভিযানকালে বাড়ির মালিক ভোটনা পালিয়ে গেলেও তাঁর স্ত্রী আকলিমা বেগম (২৮) আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মাহবুব আলম বলেন, মাদক ব্যবসায়াীর বাড়িতে গাঁজা চাষের খবর জেনে বিকেল ৩টায় ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা বাগানের সন্ধান পাওয়া যায় ও ঘর তল্লাশী করে অনান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০২-১৮