শিবগঞ্জ সীমান্তে ৬ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের হুদমাপাড়া থেকে ৬টি পিস্তুল, ১৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ একজনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনারুল ইসলাম।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী সকাল সাড়ে ৯ টায় এক প্রেসব্রিফিংয়ে জানান, রাতে আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘর থেকে দুটি, তার নিজের ঘর থেকে দুটি এবং তার ছেলের ঘরের বিছানার নিচ থেকে আরো দুটি ২টি পিস্তুলসহ ১৩রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন তিনি।
বিজিবি অধিনায়ক আরো অভিযোগ করেন, ভারত থেকে সম্প্রতি অস্ত্র চোরাচালান বেড়ে গেছে। কিন্তু বিষয়টি পতাকা বেঠকে বিএসএফকে বারবার জানানো হলেও দৃশ্যত তাদের কোন সহায়তা লক্ষ করা যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০২-১৮
আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হুদমাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনারুল ইসলাম।
বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী সকাল সাড়ে ৯ টায় এক প্রেসব্রিফিংয়ে জানান, রাতে আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে গোয়াল ঘর থেকে দুটি, তার নিজের ঘর থেকে দুটি এবং তার ছেলের ঘরের বিছানার নিচ থেকে আরো দুটি ২টি পিস্তুলসহ ১৩রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। আনারুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছেন তিনি।
বিজিবি অধিনায়ক আরো অভিযোগ করেন, ভারত থেকে সম্প্রতি অস্ত্র চোরাচালান বেড়ে গেছে। কিন্তু বিষয়টি পতাকা বেঠকে বিএসএফকে বারবার জানানো হলেও দৃশ্যত তাদের কোন সহায়তা লক্ষ করা যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০২-১৮