৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলাজুড়ে ছাত্রলীগের নানা আয়োজন

দ্বি-জাতিতত্বের ভিত্তিতে ১৯৪৭ পাকিস্তান সৃষ্টির পর তৎতকালিন পুর্ব পাকিস্তানের বাঙ্গালির অধিকার আদায়ের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী জেলা জুড়ে নানা কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে জেলা ছাত্রলীগ ও অন্যান্য উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে র‌্যালি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়।  
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। ছাত্রলীগের সাবেক নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমীন জাতীয় পতাকা ও জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল দলীয় পতাকা উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম শাহনেওয়াজ অপু, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন। পরে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি উদ্বোধন করেন জেলা আাওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল। পরে শহীদ মিনার পাদদেশে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাকিনা খাতুন পারুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ খান অপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, সাবেক সাধারণ সম্পাদক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা শ্রমিক লীগের আহবায়ক সুবাস পান্ডে, মহিলা আওয়ামী লীগের নেত্রী হালিমা খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবু সুফিয়ান, জাকির হোসেন পিংকু, দানেস আলী, নাসিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
বর্ণাঢ্য আয়োজনটি সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়।
শিবগঞ্জ 

আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পৌর ছাত্রলীগের উদ্যোগে বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য গোলাম রাব্বানী, শিবগঞ্জ পৌর মেয়র কারীবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক, ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, খাদেমুল ইসলাম রনি প্রমূখ। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এর আগে সকালে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম টুটুল খাঁন, সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, সাবেক ছাত্রনেতা আসাদুল ইসলাম, অলিদ আহম্মেদ কমল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এদিকে, আদিনা সরকারি কলেজ ছাত্রলীগ পৃথক আলোচনা সভা করেছে।
নাচোল 
 আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় নাচোল সরকারি ডিগ্রী কলেজ মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান সড়ক প্রদণি শেষে একই কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

নাচোল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা আল মাহমুদ শোভনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর-রশিদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মনোয়ার হোসেন মাসুদ ও সেক্রেটারি ইমাম হাসান জহির উজ্জল, নাচোল পৌর ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, নেজামপুর ইউনিয়ন ছত্রলীগের সভাপতি উত্তম কুমার ও সেক্রটারি ইউসুফ আলী, নাচোল সরকারি কলেজ শাখার সেক্রেটারি আল-সাবাহ।
গোমস্তাপুর
 আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ আয়োজনে  ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে র‌্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। বিকালে গোমস্তাপুর ডাকবাংলো চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
 আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংদস সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক এমপি জিয়াউর রহমান, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস সাধারন সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম সাকিল ও   সাধারন সম্পাদক আরিফুর রেজা ইমন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর ও সাধারন সম্পাদক মুক্তাদীর বিশ্বাস। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা করা হয়।

ভোলাহাট
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপল্েয বাংলাদেশ ছাত্রলীগ ভোলাহাট উপজেলা শাখা বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকালে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সংলগ্ন রামেশ্বর হাই স্কুল মাঠ থেকে বের করে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে শেষ হয় সেখানে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, জেলা ছাত্রলীগ সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, দলদলী ইউপি ছাত্রলীগ সভাপতি হুজ্জাতুল ইসলাম ডন।  অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা যুবলীগ সভাপতি রেজাইল করিম বাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মবিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম ডালিমসহ অন্যরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস মোবাইলে তার বক্তব্য রাখেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০১-১৮

, , , ,