প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে সোমবার চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও প্রাণী মেলার আয়োজন করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ২০ থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে আয়োজিত প্রাণী মেলার উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ দপ্তরের উপ-পরিচালক  সাব্বির হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, জেলা মৎস্য কর্মকর্তা শামছুল আলম শাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান  মোখলেশুর রহমান, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, অধ্যক্ষ আতিকুল ইসলাম। শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন অতিথিরা। প্রাণী মেলায় মোট ১০টি স্টল স্থান পেয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০১-১৮