তাপমাত্রা বেড়েছে, আছে সুর্যমামার তেজও

টানা চার দিনের শৈত্যপ্রবাহের সঙ্গে তাপমাত্রা কমে যাবার পর অবশেষে তাপমাত্রা বেড়েছে। সেই সঙ্গে ভোরের কুয়াশার পর সুর্য দেখা দিয়েছে তেজ নিয়েই।
শনিবার রাজশাহীতে এবং রোববার তেতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাতা রেকর্ড করা হয়েছিল। এরমধ্যে তেতুলিয়ায় ৫০ বছরের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫/৬ ডিগ্রির মধ্যে। মঙ্গলবার তা বেড়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি। সুত্র জানিয়েছে, ২/১ দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে। তবে মাসের শেষ দিকে আবারও শৈত্যপ্রবাহের আশংকা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-১৮