জেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘নারী  পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বে দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের টাউন কাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খাঁন, সিভিল সার্জন ডাঃ সায়ফুল ফেরদৌস মোঃ খায়রুল আতাতুর্ক, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আব্দুল হাই সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠান পরিবেশিত হয়।
নাচোল
 আমাদের নাচোল প্রতিবেদক জানান,  দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  দুপুরে  উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিয়াউর রহমানসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০১-১৮

,