জাতীয়করণের দাবিতে স্কুল কলেজে বুধবার ক্লাস হয়নি >বন্ধ থাকবে বৃহস্পতিবারও

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের বেসরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের বুধবার ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়েছে।

কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ২৬৩ টি উচ্চ বিদ্যালয় ও ৬০ টি কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী আসলেও শিক্ষকরা ক্লাসে যাননি।
  শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার্থীদের কাসের বাইরে খেলাধুলা করেই সময় কাটাতে দেখা গেছে। বেসরকারি স্কুল কলেজ সমন্বয় পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম জানান, আগামীকালও এই কর্মসুচি চলবে।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০১-১৮