নাচোলের সেই ভুয়া ডাক্তারের ক্লিনিক মালিক মাসুদ অবশেষে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুয়া ডাক্তারের ভুল আপারেশনে শিক্ষার্থী নিহত হওয়ার সেই বহুল আলোচিত জননী
ক্লিনিকের চেয়ারম্যান আমানুল্লাহ আল মাসুদকে অবশেষে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ আদালত চত্বর থেকে গ্রেফতার করার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ডিবির ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বছরের ১৭ জুলাই রাতে পেটের ব্যাথায় আক্রান্ত হয়ে নাচোল জননী ক্লিনিকে চিৎিসার জন্য গেলে সেখানে গেলে ভুয়া ডাক্তার ভুল অস্ত্রোপাচার করে। এতে নাহিদার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হয়। সেখানে ১৯ জুলাই নাহিদা মারা যায়। এ ঘটনায় নাহিদার পিতা নাসির উদ্দীন বাদি হয়ে পরের দিন ক্লিনিকের চেয়ারম্যান আমানুল্লাহ আল মাসুদ, ভুয়া চিকিৎসক মাসুদ রানা (মাহফুজুর রহমান)সহ আরো অনেকের বিরুদ্ধে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাচোল জননী ক্লিনিকে নিজেকে ডা. মাসুদ রানা পরিচয়দানকারী ভুয়া ডাক্তার মাহফুজ রহমান পুলিশের হাতে গ্রেফতারের পর আদালত থেকে রিমান্ডে নিয়ে আসার পর ২৬ জুলাই নাচোল থানার হাজত খানায় ‘রহস্যজনক’ মৃত্যু হয়। মাহফুজ হাজতখানার বাথরুমে আত্মহত্যা করেছে পুলিশ এমন দাবি করলেও স্বজনদের দাবি, ঘুষের টাকা পরিশোধ না করায় পুলিশ মাহফুজকে হত্যা করেছে।
নাহিদার পিতার দায়ের করা হত্যা মামলায় আমানুল্লাহ আল মাসুদ অবশেষে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার  হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ৩০-০১-১৮

,