হিন্দু ম্যারেজ রেজিস্টারকে ভুয়া কাবিননামা সরবরাহের দায়ে কাজি মোজাম্মেল গ্রেফতার

প্রতারনার মাধ্যমে বিবাহ সম্পূন্ন করার কাজে এক হিন্দু ম্যারেজ রেজিষ্টাকে ভুয়া কাবিনামানা সরবরাহ করে এবার পুলিশের হাতে ধরা খেয়েছেন মোজাম্মেল হক (৪৭) নামের এক কাজী। প্রতরণামুলক বিয়ের ঘটনায় দায়ের হওয়া মামলা তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি গোদাগাড়ির সুলতানগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরজ্জামান জানান, সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের কাজী মোজাম্মেল হক সদর উপজেলার হিন্দু ম্যারেজ রেজিষ্টার মিলন চন্দ্র সিংহকে একটি ভূয়া কাবিননামা সরবরাহে সাহায্য করেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই হিন্দু ম্যারেজ রেজিষ্টারকে আগেই গ্রেপ্তার করে পুলিশ। কাজী মোজাম্মেল ওই মামলার এজাহারনামীয় আসামী।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নুরজ্জামান আরো জানান, কাজী মেজাম্মেল হক ও হিন্দু ম্যরেজ রেজিষ্টার মিলন চন্দ্র সিংহ উভয়ের লাইসেন্স বাতিলের জন্য ইতিমধ্যে পুলিশ সুপারের মাধ্যমে জেলা রেজিষ্টারের নিকট আবদেন করা হয়েছে।
পুলিশ জানায়,  মোজাম্মেল হকের বিরুদ্ধে বাল্য বিবাহসহ বিভিন্ন স্থানে ভুয়া কাবিননামা সরবরাহের অভিযোগও রয়েছে।
গ্রেফতারকৃত কাজী মোজাম্মেল হককে শুক্রবার বিকালে আদালকের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০১-১৮