শিবগঞ্জে ফেন্সিডিলসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জে তারাপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সেলিম মিয়া (২৮) রাজশাহী জেলার বাগমারা থানার মঙ্গলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে লিটন মিয়া (১৮) ও একই জেলার আটগাঙপাড়া গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে আশিক রহমান (১৮)।
বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কালুপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় অভিনব কায়দায় শরিলের বডিতে ৮০ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৭-০১-১৮

,