হরিমোহন মাঠে ৮২ স্টলে তুলে ধরা হবে সরকারের উন্নয়নগাঁথা

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দেশজুড়ে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপি তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং চার উপজেলা সদরে আয়োজন করা হয়েছে উন্নয়ন মেলার।
দেশের উন্নয়ন কর্মকান্ডে জনগনকে সম্পৃক্তকরা, সরকারের কর্মপরিকল্পনা জনগনকে অবহিত করাসহ সরকারের নানান উন্নয়ন চিত্র মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যে এই উন্নয়ন মেলাকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও ব্যস্ত সময় পার করছেন উন্নয়ন মেলাকে ঘিরে।
উন্নয়ন মেলাকে সামনে রেখে বুধবার বিকেল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেসব্রিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফ্রিং-এ মেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
ব্রিফিং-এ জানানো হয়, মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরে বের হবে উন্নয়ন শোভাযাত্রা। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের উন্নয়ন মেলার উদ্বোধন করবেন।
মেলায় তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে ৮২টি স্টলে।
উল্লেখ্য, সারাদেশের মোট ৬৪টি জেলা ও ৪৯২টি উপজেলায় একযোগ উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৮