আমের রাজধানীতে আমচাষী সম্মেলন অনুষ্ঠিত

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে সোমবার আমচাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে আমচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কে গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞিানিক কর্মকর্তা ড. হামীম রেজার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, ম্যাপ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ড. এআর মালিক, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সোহেল।
স্বাগত বক্তব্য দেন ম্যাপ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড (আরএন্ডডি) কৃষিবিদ রায়হানুল আনাম।
সম্মেলনে জেলা ও ৫ উপজেলা কৃষি কর্মকতা এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আম চাষে বাণিজ্যিক সম্ভাবনা ও করণীয়, আম চাষে মাঠ পর্যায়ে প্রধান সমস্যা ও সমাধান বিষয়ে আমচাষীদের প্রশিণ দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০১-১৮