বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বৃহস্পতিবার সারাদেশের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা শুরু । জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ২৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছে ১৯ হাজার ৯৩৮জন।
জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষা শাখা সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫টি কেন্দ্রে ১৪ হাজার ৭৬৪ জন এসএসসি, ৬টি কেন্দ্রে ৩ হাজার ৮৬২ জন দাখিল ও ৭টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছে ১ হাজার ৩১২ জন।
এর মধ্যে জেলা সদরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন হরিমোহন ও গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ২১২৪জন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচচ বিদ্যালয় কেন্দ্রের অধিন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলকুঁড়ি ইসলামী একাডেমী ও কামাল উদ্দীন উচচ বালিকা বিদ্যালয় ভেন্যুতে২১০৬ জন, অন্যদিকে শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিবগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচচ বিদ্যালয়, শিবগঞ্জ ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৪৬৩ জন, কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কানসাট উচ্চ বিদ্যালয় ও সানসাট সোলেমান কলেজ ভ্যেনুতে ২০১৩জন, দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় ও দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ১১৪২জন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দের নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৮১৭জন, নেজামপুর উচচ বিদ্যালয় কেন্দ্রে নিজামপুর উচচ বিদ্যালয় ভেন্যুতে ৫২৩ জন, গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের রহনপুর এ বি সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৮৬১জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের চৌডালা দ্বি মুখী উচচ বিদ্যালয় ভেন্যুতে ২৭৬ জন, দেওপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দেওপুরা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৪৬৫জন, ভোলাহাট রামেশ্ব পাইলট ইনস্টিটিউশন কেন্দ্রের ভোলাহাট রামেশ্ব পাইলট ইনস্টিটিউশন ভেন্যুতে ৪৬৮জন ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৩২৫জন।
অন্যদিকে দাখিলে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা কেন্দ্রের অধিন আরামবাগ দাখিল মাদরাসা ভেন্যুতে ৫২০জন, চাটাইডুবী আলিম মাদরাসা কেন্দ্রের অধিন চাটাইডুবী আলিম মাদরাসা ভেন্যুতে ৪২৭জন, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন শিবগঞ্জ ফাযিল মাদরাসা ও শিবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ভেন্যুতে ১৬৮২জন, গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন প্রসাদপুর ফাযিল মাদরাসা ভেন্যুতে ৬৩৪জন, নাচোল উপজেলার বেগম মহসীন ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মাদরাসা ভেন্যুতে ৩৩৫জন, ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ফাযিল মাদরাসা কেন্দ্রের অধিন গোহালবাড়ি ফাযিল মাদরাসা ভেন্যুতে ২৬৪জন।
এদিকে এসএসসি ভোকেশানাল ও দাখিল ভোকেশনালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রের অধিন টেনকিক্যাল টেনিং সেন্টার বারঘরিয়া ভেন্যুতে ২৫৮জন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কেন্দ্রের অধিন টেকনিক্যাল স্কুর এ্যান্ড কলেজ চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে ২২৫জন, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট তাহেরপুর চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রের অধিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চাঁপাইনবাবগঞ্জ ভেন্যুতে ৮৪জন, শিবগঞ্জ উপজেলায় জমিলা পারভীন ম্যাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট মনাকষা কেন্দ্রের অধীন শিবগঞ্জ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯০জন, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রী কলেজ ভেন্যুতে ১৮১জন, মাক্তাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধিন বেগম মহসীন ফাযিল মদরাসা ভেন্যুতে ১৫০জন, ভোলঅহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউশ কেন্দ্রের অধিন গোহালবাড়ী ফাযিল মাদরাসা ভেন্যুতে ২২৪জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৮