শিবগঞ্জ সীমান্তে চোরাই পথে আসা ৯টি উট আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৯টি উট আটক করেছে বিজিবি। শুক্রবার ভোরে উটগুলি আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দীর্ঘদিন পর উট আটকের ঘটনা ঘটল। তবে, এ ঘটনায় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
বিজিবি জানায়, ভারত থেকে চোরাই পথে উট পাচার করে নিয়ে আসার পথে বিজিবি সদস্যরা পৃথক দু’টি অভিযান থেকে উটগুলো আটক করে। আটক হওয়া উটের মধ্যে রয়েছে সোনামসজিদ সীমান্তে ৬টি এবং শিয়ালমারা সীমান্তে ৩টি।
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলী জানান, আটক হওয়া উটগুলো শিবগঞ্জ শুল্ক স্টেশনে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় দু’টি পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০১-১৮

,