গোমস্তাপুরে চকপুস্তম থেকে ১ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চকপুস্তম শিরটোলা গ্রাম থেকে ৯৯৫ পিস ইয়াবাসহ মঙ্গলবার একজনকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তির নাম এমদাদুল হক। সে চকপুস্তম গ্রামের রশিদ মন্ডলের ছেলে।
র‌্যাব জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এমদাদুলের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে আটক করে। এমদাদুল নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
এব্যাপারে গোমস্তাপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০১-১৮

,