নাচোলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নাচোল পাঠশালা একাডেমী ও নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
পাঠশালা একাডেমির অধ্যক্ষ শাহাদাত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল হাকিম, প্রবাসী আলহাজ্ব তরিকুল ইসলাম।
এদিকে নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ নাজমুল হক, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, স্কুলে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাইরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপ্রা ভাইজার ওলিউল্লাহ, সহকারী শিক্ষক(অব:)এজাহারুল হক, সহকারী শিক্ষক আনিকুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান,  রহনপুর আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল  এসএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয় । মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রাব্বানী বিশ্বাস সভাপতিত্ব  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র তারিখ আহমদ। বিশেষ অতিখি জেলা পরিষোদ সদস্য হালিমা বেগম, উপজেলা মাধ্যেমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম।  আলোচনা শেষে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০১-১৮

, ,