নতুন বইয়ের পাতায় নতুন স্বপ্ন নিয়ে স্কুলে স্কুলে হয়ে গেল বই উৎসব

নতুন বছরের প্রথম দিনের প্রথম বেলাটা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানজুড়ে ছিল ভিন্ন আমেজ। নতুন বইয়ের গন্ধে মাতোয়ার ছিল শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দেয়ার সরকারি কর্মসুচির অংশ হিসেবে স্কুলে স্কুলে আয়োজিত ‘পাঠ্যপুস্তক উৎসব’ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধিজনদের মিলনমোহনায় মিলিয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় প্রায় ৩৬ লাখ ৭০ হাজার নতুন বই বিতরণ করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য আব্দুল ওদুদ আনুষ্ঠানিকভাবে বই

বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন। শহরের সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার বই বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন চাঁপাইনবাগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন ডলার প্রমুখ।

এদিকে, মাধ্যমিক শিক্ষার বই বিতরণ কর্মসুচির উদ্বোধন হয় শহরতলীর চরমোহন উচ্চ বিদ্যালয়ে। চরমোহনপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপত শফিকুল আলম ভোতা’র সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ।
চাঁপাইনবাববগঞ্জ শহরের শংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সভাপতি শহীদুল হুদা অলকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাসেম উদ্দীন। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল হান্নান।
এছাড়া প্রতিটি স্কুলেই পৃথক পৃথক আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন।









চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০১-১৮