চামাগ্রামে ট্রাকের ধাক্কায় ট্রলি চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় সোমবার সকালে রুবেল (২৭) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত রুবেল সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকার কালুপুর গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই জিন্নাতুন ইসলাম জানান, বরেন্দ্র এলাকা থেকে ধানের খড় বোঝাই ট্রলিটি রামচন্দ্রপুর হাটে যাওয়ার পথে শিবগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে পড়ে চালক রুবেল ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি জানান,নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১২-১৭
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই জিন্নাতুন ইসলাম জানান, বরেন্দ্র এলাকা থেকে ধানের খড় বোঝাই ট্রলিটি রামচন্দ্রপুর হাটে যাওয়ার পথে শিবগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলি থেকে পড়ে চালক রুবেল ঘটনাস্থলেই মারা যান। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তিনি জানান,নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১২-১৭