জেলায় বুদ্ধিজীবি দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসুচি মধ্যেদিয়ে পালিত হয়েছে।
সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন

বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী আফতাব আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রহমতুল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, জেলা মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক  আলমগীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিরাজুল হক।
আওয়ামী লীগ
দিবসটি উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে দলীয় কার্যলয়ে থানা আওয়ামী লীগের সভাপতি ইকবাল মনোয়ার খান খান্নার সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ পাঠাগার

এদিকে দিবসটি উপলক্ষে বিকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে আয়োজনে পাঠাগার চত্বরে আলোচনা সভা  ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সভাপতি এ্যাড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান, কৃষগোবিন্দপুর কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, এ্যাড. সাইদুল ইসলাম, এ্যড. সাইফুল ইসলাম রেজা, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, কবি এনামুল হক তুফান, নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ শিকদার প্রমুখ।
শিশু একাডেমী

দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিভিন্ন কর্মসূচির মধ্যে  সকাল সাড়ে ৯ টায়  গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে ২টি বিভাগে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা করে।  দুপুর ৩টায়  শিশু একাডেমীর হলরুমে আলোচনা  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সদর ভ’মি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোহিত কুমার দাঁ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম প্রমুখ। শেষ পুরস্কার বিতরণ করা হয়।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ- এর নিজস্ব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (চ:দা:) শাহরিয়ার কবির।
সরকারি কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবস দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ প্রফেসর একেএম মনজুর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধাক্ষ প্রফেসর কামরুন নাহার, প্রফেসর দাউদ হোসেন,  ড.মাযহারুল ইসলাম তরু প্রমুখ।
শাহনেয়ামতুল্লাহ কলেজ
শহীদ বুদ্ধিজীবী দিবস দিবস উপলক্ষে শাহনেয়ামতুল্লাহ কলেজের স্বাধীনতা শিক্ষক ছাত্র পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপাধক্ষ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সম্পাদক মাহফুজুল হাসান ডন, প্রভাষক হুমায়ারা রহমান কেয়া, নওসাবাহ নেহা, মহুয়া কাউসার, শরিফুল ইসলাম প্রমুখ।
বালুগ্রাম আদর্শ কলেজ
 চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজের আয়োজনে সকালে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস কাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, এ্যাড. সাইফুল ইসলাম রেজা, কলেজের শিক্ষক ন.স.ম মাহবুবল রহমান মিন্টু।

নাচোলে 
 এদিক আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনাসভার আয়োজন করেন।
দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, সহকারি ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।
সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধে সকল বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে আলোচনা করা হয়।
ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সবায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলি মন্জুর এ মাওলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিা প্রতিষ্ঠান প্রধানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-১৭

, ,