বেতন বৈষম্য নিরাসনের দাবিতে সহকারী শিকদের সংবাদ সম্মেলন
বেতন বৈষম্য নিরসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সংবাদ সম্মেলন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিকবৃন্দ। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিসোর্স সেন্টারে এ সংবাদ সম্মেলন করেন শিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক সরিফুল ইসলাম দাবি করেন, প্রশিণপ্রাপ্ত প্রধান শিকের বেতন বর্তমান একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করণের প্রস্তাব দেয়া হলেও প্রশিণপ্রাপ্ত সহকারী শিকদের বেতন পূর্ব নির্ধারিত ১৩ ও ১৪ গ্রেডে বহাল রাখা হয়েছে। প্রধান শিকের পরের পদ সহকারী শিক হলেও তারা বেতন পাচ্ছেন তিন গ্রেড নিচে। এই বেতন বৈষম্য আদৌ গ্রহণ যোগ্য নয়। তাই প্রশিণপ্রাপ্ত সহকারী শিকদের গ্রেড প্রধান শিকের পরেই নির্ধারণ করার দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক, সাবরিন আক্তার পলি, জামিল হোসেন, গোমস্তাপুর উপজেলার রুহুল আমিন সিহাব, নাচোল উপজেলার গোলাম সারওয়ার মুর্শেধ, শিবগঞ্জ উপজেলার বরকত উল্লাহ প্রমুখ।
শিক নেতারা আরো বলেন, ১৬ বছর চাকরির পর একজন প্রধান শিকের সাথে সহকারী শিকের বেতনে ব্যাবধান হবে ভাতাসহ প্রায় বিশ হাজার টাকা। বর্তমানে এক জন প্রধান শিক যে স্কেলে চাকরি শুরু করেন একজন সহকারী শিক সেই স্কেলে চাকরি শেষ করেন, যা সহকারী শিকদের জন্য চরম বৈষম্য ও হতাশার।
শিকদের এ দাবি আগামী ২২ ডিসেম্বরের মধ্যে মেনে না নেয়া হলে তারা ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৭
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক সরিফুল ইসলাম দাবি করেন, প্রশিণপ্রাপ্ত প্রধান শিকের বেতন বর্তমান একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করণের প্রস্তাব দেয়া হলেও প্রশিণপ্রাপ্ত সহকারী শিকদের বেতন পূর্ব নির্ধারিত ১৩ ও ১৪ গ্রেডে বহাল রাখা হয়েছে। প্রধান শিকের পরের পদ সহকারী শিক হলেও তারা বেতন পাচ্ছেন তিন গ্রেড নিচে। এই বেতন বৈষম্য আদৌ গ্রহণ যোগ্য নয়। তাই প্রশিণপ্রাপ্ত সহকারী শিকদের গ্রেড প্রধান শিকের পরেই নির্ধারণ করার দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক, সাবরিন আক্তার পলি, জামিল হোসেন, গোমস্তাপুর উপজেলার রুহুল আমিন সিহাব, নাচোল উপজেলার গোলাম সারওয়ার মুর্শেধ, শিবগঞ্জ উপজেলার বরকত উল্লাহ প্রমুখ।
শিক নেতারা আরো বলেন, ১৬ বছর চাকরির পর একজন প্রধান শিকের সাথে সহকারী শিকের বেতনে ব্যাবধান হবে ভাতাসহ প্রায় বিশ হাজার টাকা। বর্তমানে এক জন প্রধান শিক যে স্কেলে চাকরি শুরু করেন একজন সহকারী শিক সেই স্কেলে চাকরি শেষ করেন, যা সহকারী শিকদের জন্য চরম বৈষম্য ও হতাশার।
শিকদের এ দাবি আগামী ২২ ডিসেম্বরের মধ্যে মেনে না নেয়া হলে তারা ২৩ ডিসেম্বর থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-১২-১৭