সামাজিক সংগঠন শহীদ কর্ণেল তাহের রক্ত সংরণ পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। সংগঠনটির সভাপতি আবু হেনা বাবলু এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুল হক বকু।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি অধ্য আবু বাক্কার,জাসদ নেতা মোঃ খুলুর রহমান, শিক্ষাবিদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ আজহারুল ইসলাম পিন্টু,যুবজোট রাজশাহী মহানগরীর সভাপতি মোঃ শরিফুল ইসরাম সুজন, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, জেলা নারী জোটের আহ্বায়ক তৌহিদা খাতুন কমলা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ।
এর আগে সকালে রক্তদানে সবাইকে উৎসাহিত করতে একটি শোভাযাত্রা বের করা হয়। কর্মসুচিতে ৫ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং আর্তমানবতার সেবায় রক্তদানে জনগনকে উদ্বুদ্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১২-১৭