রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আনিসুর রহমান দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মুক্তিযোদ্ধা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিসুর রহমান (৭২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৭১এর বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের মরদেহ দুপুর ২ টায় রাজশাহী থেকে তার গ্রামের বাড়ি গোমস্তাপুর উপজেলার রহনপুরে নিয়ে আসা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে নিহতের বাড়িতে উপস্থিত হন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। বাদ আসর রহনপুর পুরাতন বাজার ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজের জানাজা শেষে পাশ্ববর্তী রহনপুর কেন্দ্রীয়  গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সেরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কমান্ডার শিহাব রায়হান, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনারদি, মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, আখতার হোসেন (কচি খাঁন), নিহতের ছোট ভাই নজরুল ইসলাম নারুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহাজাহান আনসারী, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশেদ আলম বাচ্চু  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-১২-১৭

, ,