অটো সমিতির সাধারণ সভা

পুলিশি বাধা, দূরপাল্লায় চলাচলে বাধা, বিভিন্ন স্থানে লাঠিচার্জ সহ বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারী চালিত অটোবাইক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা উচ্চ বিদ্যালয় মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা অটো সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিমের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম ও  সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন।  এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমনর, চাঁপাইনবাবগঞ্জ পৌর অটো সমিতির সাধারণ সম্পাদক মেসবাহুল।
অটোচালকরা বলেন, আমরা অটো চালিয়ে সংসার চালায়। আমাদের রাস্তায় চলাচলে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়। আমরা আর নির্যাতনের শিকার হতে চাই না। আমাদের রাস্তায় যদি চলাচলা বাধা দিবেন তাহলে সরকার কেন অটো আমদানি করেছে? অটোচালক বক্তারা আরো বলেন, আমরা যারা অটো চালায়, আমরা প্রায় যুবক। আমরা বেকার থাকতে চাই না। তাই লক্ষাধিক টাকা ব্যয় করে এই অটো কিনে রাস্তায় চালিয়ে সংসার চালায়। আমরা পুলিশি নির্যাতন থেকে রক্ষা পেতে চাই।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-১৭