শিবগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট গোপালনগর মোড়ে ট্রাকের চাপায় আবদুস সাত্তার (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হল- দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের হেজাতুল্লাহ্ মন্ডলের ছেলে।
শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হাবীব জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এসময় কানসাট গোপালনগর মোড়ে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মাথা ফেটে গুরুত্বর আহত হয় সে। এ সময় ট্রাক চালক ও হেলপার ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাত্তার মারা যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৬-১১-১৭
শিবগঞ্জ থানার এসআই মাহমুদুল হাবীব জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে আবদুস সাত্তার মোটরসাইকেল চালিয়ে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এসময় কানসাট গোপালনগর মোড়ে পৌঁছলে সোনামসজিদ স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে মাথা ফেটে গুরুত্বর আহত হয় সে। এ সময় ট্রাক চালক ও হেলপার ট্রাকটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সাত্তার মারা যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৬-১১-১৭