শিবগঞ্জে হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দলিত ও হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অনুষ্ঠানে হরিজন সম্প্রদায়ের ৪২ জনকে এক হাজার টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য শিবগঞ্জে আবাসনপল্লী গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি আগামী ডিসেম্বরে এই জনগোষ্ঠীর জন্য বেসরকারি সংস্থাদের সহায়তায় প্রতিটি হরিজন পরিবারকে প্রথম পর্যায়ে ১৫০টি ল্যাট্রিন দেয়া হবে।
এদিকে, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠানে বজ্রপাতে নিহত একজনকে ১০ হাজার, সড়ক দূর্ঘটনায় এক পরিবারকে ৫ হাজার ও নৌকা ডুবির ঘটনায় দুই পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/নিজস্ব প্রতিবেদক/ ২৭-১১-১৭

,