শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের একটি বাড়ি থেকে ৬শ’ ৬৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইলেক আটক করা হয়। আটককৃতরা হল- উপজেলার হাউসনগর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে জুরান আলী (৩০) ও একই এলাকার একরামুল হকের ছেলে মোশারফ আলী (২৫)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমা-ার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লহ্ আল-মুরাদ এক প্রেস নোটে জানান, হাউসনগর গ্রামে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হাউসনগর গ্রামে জুরান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ি থেকে ৬৬৪ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইলেকসহ জুরান ও মোশারফকে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০৭-১১-১৭