আইল্যান্ড বিহীন চৌরাস্তা
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তির মোড়। যেটি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার একাংশের বিশাল জনগোষ্ঠির শহরের প্রবেশ দ্বার হিসেবেও বিবেচিত। প্রতিদিন সোনামসজিদ স্থল বন্দরের পণ্যবাহী কয়েক শ’ ট্রাক যাতায়াত করেন এই মহাসড়কের শান্তির মোড়ের উপর দিয়ে। সেই সঙ্গে অন্যান্য ছোট বড় যানবহন রয়েছেই। গুরুত্বপুর্ণ এই পয়েন্টটিতে আগের আইল্যান্ডটি সরিয়ে নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মোড়টি আইল্যান্ড বিহীন অবস্থায় পড়ে রয়েছে। মূল শহরের সংযোগ সড়ক এই পয়েন্টে থাকায় প্রায়শঃই যানজট লেগে থাকছে। পাশাপাশি আইল্যান্ড না থাকায় গাড়ি চালানোর শৃংখলা বজায় রাখা ব্যাহত হচ্ছে। ট্রাফিক সদস্যদের দূরে দাড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। আর বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকিতো রয়েছেই। দীর্ঘদিন এই অবস্থা চললেও কর্তৃপক্ষের যেন নজরই নেই। দ্রুত আইল্যান্ড নির্মাণের দাবি স্থানীয়দের। ছবিটি গণমাধ্যমকর্মী কপোত নবীর ফেসবুক ওয়াল থেকে নেয়া।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১০-১৭
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১০-১৭